Ads 468x60px

শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০১১

উবুন্টুতে ইনস্টল করুন Twhirl

কয়েকদিন আগে বলছিলাম ওপেনস্যুযেতে কি করে টুইটার ক্লায়েন্ট Hotot ইনস্টল করতে হয়। আজকে বলবো উবুন্টুতে কি করে আরেকটি টুইটার ক্লায়েন্ট Twhirl ইনস্টল করা যায়। এটি উইন্ডোজ ও ম্যাকের জন্য হলেও লিনাক্সের জন্য কোন ভার্সন দেয়া হয়নি। সমস্যা যখন আছে তখন সমাধানও আছে। ধাপে ধাপে দেখি কি সমাধান দেয়া যায়।

প্রথমেই Adobe AIR ডাউনলোড করতে হবে। এজন্য টার্মিনালে নিচের কমান্ডটি চালান।

wget http://airdownload.adobe.com/air/lin/download/latest/AdobeAIRInstaller.bin

ইনস্টলেশন শেষ হলে পার্মিশানের জন্য নিচের কমান্ডটি দিন।
sudo chmod +x AdobeAIRInstaller.bin
Adobe AIR ইনস্টল করার জন্য নিচের কমান্ডটি চালাতে হবে।

./AdobeAIRInstaller.bin

স্বাভাবিক নিয়মে ইনস্টলেশন শেষ হবে। প্রয়োজনে Yes বাটনে প্রেস করবেন। এরপর যেকোন ব্রাউজার দিয়ে লিঙ্কটি খুলুন। ছবিতে চিহ্ণিত বক্সে ক্লিক করলে ক্লায়েন্ট ইনস্টলেশন শুরু হবে।

www.ImageBanana.com - Selection_117.png

অনুমতি দেয়ার জন্য Yes বাটনে প্রেস করুন এবং ইনস্টলেশন শেষ করুন। তারপর দেখবেন ডেস্কটপে চলে এসেছে Twhirl আইকন। আর ঠেকায় কে, শুরু করে দিন টুইপলদের সাথে জম্পেশ আড্ডা।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Like us on Facebook