বাংলাদেশ টেস্ট পরিবারের সদস্য হয়েছে প্রায় দশ বছর। এখনো আমরা তলানির টেস্ট দল। জিম্বাবুয়ে আভ্যন্তরীণ কোন্দলে নিজেদের তুলে না নিলে এখনো হয়তো দশ নম্বরেই পড়ে থাকতো বাংলাদেশ। এখন নয় নম্বর, জিম্বাবুয়ে যে খেলছে না। কিন্তু ওয়ানডেতে ভালো দলের তকমা বেশ কিছুদিন ধরে বাংলাদেশের গায়ে। ম্যাচ জিতছে, সিরিজ জিতছে, তবুও একটা অতৃপ্তি ছিল। সেটা হচ্ছে ওয়ানডে দলের তালিকায় নয় নম্বর অবস্থানে থাকা, কিছুতেই যেন বাংলাদেশ উপরে উঠতে পারছিলো না। একটা না একটা ঝামেলা হয়ে যাচ্ছিল। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ বা ৪-১ ব্যবধানে হারাতে পারলেই নাকি নয় থেকে আটে উত্তরণ ঘটতো বাংলাদেশের। না হয়নি। প্রথম ম্যাচে চারটি রানআউট কেলেঙ্কারীতে হার আর একটি ম্যাচ চট্টগ্রামের মাঠ ভেজা থাকায় অনুষ্ঠিত না হতে পারায় ফসকে গেল সুযোগ। আবার প্রায় কাছাকাছি সময়ে আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় বৃষ্টিতে ওয়ানডে সিরিজ খেলতে পারলো না। এবার আচমকাই সুসংবাদটা পেয়ে গেল বাংলাদেশ। বৃষ্টিতে নষ্ট হওয়া সিরিজ আবার খেলতে শ্রীলঙ্কায় আসে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ হেরে ওডিআই তালিকার পয়েন্ট হারায় তারা, এই সুযোগে বাংলাদেশ উঠে গেল তাদের উপরে। ওয়েস্ট ইন্ডিজ নেমে গেল আট থেকে নয়ে। আর বাংলাদেশ উঠে এল আটে। বিশ্বকাপের আগে আর কোন খেলা নেই। তাই একথা বলা যায় এবার বিশ্বকাপে বাংলাদেশ দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের উপরে থেকেই খেলা শুরু করবে। এমন সময়ে ক্রিকেটাররা যদি নিজেদের দেশপ্রেম জাগিয়ে তুলে সর্বোচ্চ চেষ্টা করে তাহলে আরো সুসংবাদ আমাদের জন্য অপেক্ষা করবে।
আসুন, তেমনি একটি সুসংবাদের আসায় বিশ্বকাপের কাউন্ট-ডাউন শুরু করি।
রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১১
ওয়ানডে তালিকায় আট নম্বরে বাংলাদেশ
এর দ্বারা পোস্ট করা
Unknown
এই সময়ে
৮:৩৩ PM
এটি ইমেল করুন
এটি ব্লগ করুন!
X-এ শেয়ার করুন
Facebook-এ শেয়ার করুন
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন