লিনাক্সপ্রেমীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটলো অবশেষে। মুক্তি পেল “ডেবিয়ান স্কুইজ”। ডেবিয়ান কি সেটা লিনাক্স সম্পর্কে ধারণা আছে এমন প্রায় সবাই জানেন। অত্যন্ত স্টেবল এই অপারেটিং সিস্টেমের উপর ভিত্তি করে তৈরী হওয়া উবুন্টু তো এখন লিনাক্সের অন্যতম ব্রান্ড। প্রায় পাঁচ বছর পর “ডেবিয়ান লেনি” বিদায় নিল। এখন তার জায়গায় এল “ডেবিয়ান স্কুইজ”। নতুন ডেবিয়ানের মুক্তি উপলক্ষ্যে ওয়েবসাইটের ডিজাইন পর্যন্ত পাল্টে ফেলেছে ডেবিয়ান কর্তৃপক্ষ। ব্যবহারকারীদের নতুনত্বের স্বাদ দিতেই হয়তো তাদের এ প্রয়াস।
এক নজরে দেখে নেয়া যাক কি কি বিশেষত্ব নিয়ে এল “ডেবিয়ান স্কুইজ” :-
লিনাক্স কার্ণেলের পাশাপাশি বিএসডি কার্ণেল ব্যবহারের সুবিধা
দুটো নতুন পোর্ট যুক্ত করা হয়েছে ফ্রী বিএসডি কার্ণেলে kfreebsd-i386, kfreebsd-amd64
কেডিই প্লাজমা ওয়ার্কস্পেস ও অ্যাপ্লিকেশন 4.4.5
আপডেটেড গ্নোম 2.30
এক্সএফসিই 4.6 ডিই
এলএক্সডিই 0.5.0
এক্স ডট অর্গ 7.5
ওপেন অফিস 3.2.1
গিম্প 2.6.11
প্রায় 29000 সফটওয়্যার প্যাকেজ, যা প্রায় 15000 হাজার সোর্স প্যাকেজ থেকে বানানো
ওপেনজেডিকে 6b18
প্রায় 10000 নতুন প্যাকেজ যুক্ত করা হয়েছে
ডিপেন্ডেন্সি বেসড বুট সিস্টেমের কারণে বুটিং টাইম কম
আরো বিস্তারিত জানার জন্য ঘুরে আসতে পারেন মূল ওয়েবসাইট হতে। আর দেরী কেন, ইনস্টল করে ফেলুন “ডেবিয়ান স্কুইজ”; উপভোগ করুন ডেবিয়ানের পৃথিবী।
ডাউনলোড লিঙ্ক: সিডি/ডিভিডি ইমেজ
রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০১১
রিলিজ হয়েছে ডেবিয়ান স্কুইজ
এর দ্বারা পোস্ট করা
Unknown
এই সময়ে
১২:৪৫ PM
এটি ইমেল করুন
এটি ব্লগ করুন!
X-এ শেয়ার করুন
Facebook-এ শেয়ার করুন
লেবেলসমূহ:
ডেবিয়ান স্কুইজ,
লিনাক্স
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন