প্রথমেই কনসোল খুলে নিচের কমান্ডটি লিখতে হবে ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করার জন্য।
sudo zypper in python-webkitgtk mercurial python-notify python-distutils-extra gnome-common mercurial git
এরপর কীবাইন্ডার ইনস্টল করার জন্য নিচের কমান্ডগুলো লিখতে হবে।
sudo zypper ar http://download.opensuse.org/repositories/X11:/xfce/openSUSE_11.3/ XFCE
sudo zypper in python-keybinder
এবার আমরা ক্লায়েন্টটি ইনস্টল করব। এজন্য মারকিউরিয়াল রিপোজিটরির ক্লোন তৈরী করে ক্লায়েন্টটি রান করব। শুরুতেই রুটে যেতে হবে।
su
Password:
পাসওয়ার্ড দিয়ে এন্টার চেপে রুটে প্রবেশ করুন। এবার নিচের কমান্ডগুলো একে একে দিয়ে এন্টার চাপুন।
hg clone https://hotot.googlecode.com/hg/ hotot
cd hotot
./install
এখানে (./install ) এর পরিবর্তে (./hotot.py) এই কমান্ডও চালাতে পারেন। ইনস্টল হয়ে গেলে Application → Internet → More Program এ Hotot দেখতে পাবেন।
উপরোক্ত পদ্ধতিতে সহজেই টুইটার ক্লায়েন্টটি ইনস্টল করে ফেলতে পারবেন ওপেনস্যুযেতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন