রিপোজিটরি লিস্ট দেখার জন্য:
zypper repos
রিপোজিটরি যুক্ত করার জন্য:
zypper addrepo URL Alias
অটোরিফ্রেশ চালু করার জন্য:
zypper modifyrepo -r Alias
ম্যানুয়ালি রিপোজিটরি রিফ্রেশ করার জন্য:
zypper refresh -r Alias
রিপোজিটরি মুছে ফেলার জন্য:
zypper rr Alias (example: zypper rr Packman)
প্যাকেজ খোঁজার জন্য:
zypper search Package_Name
প্যাকেজের তথ্য জানার জন্য:
zypper info Package_Name
প্যাকেজ ইনস্টল করার জন্য:
zypper install Package_Name
প্যাকেজ মুছে ফেলার জন্য:
zypper remove Package_Name
অফিসিয়াল প্যাচগুলো সিস্টেমে সহজলভ্য করার জন্য নিচের কমান্ড দিতে হবে।
zypper update
যদি রিপোজিটরিতে প্যাচ না থেকে শুধু নতুন প্যাকেজ থাকে তাহলে যিপার আপডেট করে তেমন একটা লাভ নেই। তাই নিচের কমান্ড দিয়ে বলতে হবে প্যাকেজগুলো আপডেট করতে হবে।
zypper update -t package
নতুন প্যাকেজগুলোর লিস্ট পেতে নিচের কমান্ড দিতে হবে।
zypper list-update -t package
এগুলোই কমন কিছু কমান্ড। আরো কমান্ড যুক্ত করার ইচ্ছে আছে, মনে পড়লেই যুক্ত করে দেব।
2 মন্তব্য(গুলি):
দারুন পোস্ট, + দিলাম
ব্লগারে + দেয় কেমনে ?
একটি মন্তব্য পোস্ট করুন