প্রথমে Applications → Accessories → Terminal এ গিয়ে টার্মিনাল খুলুন। তারপর নিচের কমান্ডগুলো পর্যায়ক্রমে দিন।
sudo add-apt-repository ppa:jd-team/jdownloader
sudo apt-get update
sudo apt-get install jdownloader
পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে এন্টার চাপুন। জেডাউনলোডার ইনস্টল হয়ে যাবে। তারপর Applications → Internet → JDownloader এ ক্লিক করে চালু করতে পারবেন জেডাউনলোডার।
1 মন্তব্য(গুলি):
জেডাউনলোডার ফাইল শেয়ারিং সাইট থেকে ডাউনলোডের জন্য সেরা, তবে জাভা বেসড হওয়ায় লোড নিতে অনেক সময় লাগে, শুধু এই একটা ঝামেলাই পোহাতে হয়, নইলে লিনাক্সে IDM এর ভালো একটি বিকল্প এটি।
একটি মন্তব্য পোস্ট করুন